তমলুকে পরিচারিকা সমিতির ডেপুটেশন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ কোভিড পরিস্থিতির ন্যায় বিনামূল্যে রেশন, সাপ্তাহিক ছুটি, সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্তিকরন, মাসিক ৭৫০০/- টাকা ভাতা সহ নানান দাবীতে বৃহস্পতিবার তমলুক মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল সারা বাংলা পরিচারিকা সমিতি। হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মুর্তির পাদদেশ থেকে শতাধিক পরিচারিকা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে যায়। এরপর ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন সারা বাংলা পরিচারিকা সমিতির নেতা অসীমা পাহাড়ি, অঞ্জলি মান্না,রমা দাস, মালতী জানা প্রমূখ। অসীমা পাহাড়ী বলেন, লকডাউনে প্রচুর মানুষ কাজ হারিয়েছে। সরকার রেশন দ্রব্য যতটুকু দিত তা বর্তমানে কমিয়ে দেওয়ায় পরিচারিকারা সমস্যায় পড়েছেন। তাই আগের মতো বিনামূল্যে রেশন দেওয়া হোক। সাপ্তাহিক ছুটি, সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্তিকরন, মাসিক ৭৫০০/- টাকা ভাতার দাবিতে আমরা তমলুক মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলাম।