মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোশ্যাল মিডিয়ায় অনলাইন লাইভ অনুষ্ঠান ললিত তরঙ্গ কবিতা পাঠ

রূপক মজুমদার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রোববার

বেনারসের প্রসিদ্ধ বাচিক শিল্পী বর্ণালী মন্ডল মজুমদার

বেনারসের প্রসিদ্ধ বাচিক শিল্পী বর্ণালী মন্ডল মজুমদার

দীর্ঘদিন ধরে চলা অতিমারি করোনা ভাইরাসের কারনে আমরা সবাই বিভিন্ন সমন্যা দেখেছি। স্মাধানে অপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সবাই। অনলাইন ক্লাস যেমন দেখল দেশের শিক্ষার্থীরা। তেমনই ভার্চুয়াল জলসা উপভোগ করেছে সাংস্কৃতিক জগতের মানুষ। সোসাল মিডিয়ার মাধ্যমে প্রবাসী বাঙালী শিল্পীরা দেশের বিভিন্ন রাজ্য থেকে নৃত্য, কবিতা ও শ্রুতি নাটক দিয়ে দর্শকদের রস্যাদন করে করোনা ভাইরাসের ফলে বন্দি দশা থেকে মুক্তির চেষ্টা করে যাচ্ছে। জানুয়ারির শেষ রবিবারে   বারাণসীর সুপ্রাচীন প্রখ্যাত সাংস্কৃতিক সংস্থা ললিত চক্র আয়োজিত ত্রিশ মিনিটের সোশ্যাল মিডিয়ায় অনলাইন লাইভ অনুষ্ঠান ললিত তরঙ্গ কবিতা ও শ্রুতি নাটক পরিবেশন করে। যা সোশ্যাল মিডিয়ার দর্শককুলের দৃষ্টি আকর্ষণ করে বাচিক শিল্পীরা।

উত্তর প্রদেশের বেনারসের প্রসিদ্ধ বাচিক শিল্পী বর্ণালী মন্ডল মজুমদার ও দীপক গুণ এদিন অংশ নেন ।