কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে পথ অবরোধে সামিল AIKKMS
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:১০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবীতে শনিবার দেশ জুড়ে পথ অবরোধের অংগ হিসাবে, তমলুকের হাসপাতাল মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কৃষক সংগঠন এ আই কে কে এম এস। নেতৃত্ব দেন কৃষক নেতা বিবেক রায়,উৎপল প্রধান, প্রবীর প্রধান প্রমূখ।
সকাল ১০ টা থেকে সংগঠনের কর্মী সমর্থকরা জড়ো হয়ে তমলুক হাসপাতাল চত্বরে বিক্ষোভ বক্তব্য চালাতে থাকে। বেলা ১১-৩০ টা থেকে অবরোধ শুরু হয় এবং প্রশাসনের অনুরোধে আধঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
নেতৃত্তের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে ১৬০ জনের বেশি কৃষক প্রাণ হারিয়েছেন। আরো প্রাণ দেওয়ার জন্য আমরা প্রস্তুত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।