সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনা পর্ব কাটিয়ে লায়ন্স ক্লাবের চক্ষুপরীক্ষা শিবির শুরু, চলছে

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার

করোনার জন্য দশমাস বন্ধ ছিল লায়ন্স ক্লাবের চক্ষুপরীক্ষা শিবির৷ রীতিমত ছটফট করছিলেন শিলচরের লায়নরা৷ অবশেষে বৃহস্পতিবার নর্মাল স্কুল প্রাঙ্গণে হলো করোনা পর্বের পর প্রথম শিবির৷ কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি এই নিঃশুল্ক ক্যাটারেক্ট পরীক্ষা ও অস্ত্রোপচার শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ উপস্থিত ছিলেন শিলচর নর্মাল স্কুলের অধ্যক্ষা মানসী সিনহা, লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের সভাপতি ডা. এম মাসুম, লায়ন্স চক্ষু হাসপাতালের চেয়ারম্যান জিকে চক্রবর্তী, স্বাস্থ্য বিভাগের অন্ধত্ব নিবারণী সমিতির ডা. বিমলজ্যোতি শিকদার, চক্ষুরোগ বিশেষজ্ঞ জয়া নাথ, লায়ন অরিন্দম ভট্টাচার্য প্রমুখ৷জেলাশাসক জল্লি লায়নদের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি আশা করেন, আগামী দিনে আরও বেশি শিবির আয়োজিত হবে এবং অনেক বেশি মানুষ উপকৃত হবেন৷ তিনি এই ধরনের কাজে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান৷

ডা. জয়া নাথ বলেন, অনেকে ভাবেন, চোখের ছানি অপারেশন বা চশমা নেওয়া যত দেরিতে হয়, তত ভাল৷ কিন্তু সেটা ভুল৷ আসলে যখনই প্রয়োজন, তখনই ছানি কাটানো ও চশমা নিয়ে নেওয়া ভাল৷

অরিন্দমবাবু জানান, এই শিবির পরিচালনায় লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অব ব্লাইন্ডনেস অ্যান্ড ভিসুয়াল ইমপেয়ারমেন্ট, কাছাড়৷ শিবিরে মোট ১৮০ জনের চক্ষুপরীক্ষা হয়৷ তাঁদের মধ্যে ৭০ জনেরই চোখের ছানির অস্ত্রোপচার প্রয়োজন৷ সঙ্গে সঙ্গে তাঁদের অবশ্য নিঃশুল্ক অস্ত্রোপচারের তারিখ জানিয়ে দেওয়া হয়৷ এর মধ্যে ১৫ জনের অস্ত্রোপচার শুক্রবার সম্পন্ন হয়৷ ৫, ১০ ও ১২ তারিখে হবে ১৫ জন করে৷ বাকি ১০ জনের অস্ত্রোপচার করা হবে ১৩ ফেব্রুয়ারি৷