ধলাইয়ে সোয়া-দুই-কিলো ব্রাউন সুগার সহ আটক তিন পাচারকারী
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৫১ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ধলাই ভাগা বাজার এলাকায় প্রায় সোয়া দুই কিলো ব্রাউন সুগার আটক করেছে পুলিশ। সঙ্গে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, একটি অলটো গাড়িতে নিষিদ্ধ মাদকদ্রব্য নিয়ে মিজোরাম সীমান্ত থেকে ধলাইয়ের উদ্দেশ্যে আসছিল তিন পাচারকারী। পুলিশের কাছে আগে থেকেই গোপন সূত্রে খবর আসে। খবর পাওয়া মাত্র স্পেশাল টাস্কফোর্স গড়ে তোলা হয় এবং তারা খুব সাবধানে অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে। তল্লাশিতে যে ব্রাউন-সুগার পাওয়া গেছে, সেটা আন্তর্জাতিক বাজারে মূল্য অনেক বেশি। ধারণা করা হচ্ছে কাছাড় হয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। তবে পুলিশের তৎপরতায় এটি আটকানো গেছে।
আটক তিন ব্যক্তির নাম, নাজিম উদ্দিন লস্কর (৩৭), ফারুক আহমেদ (৩৪) এবং নজরুল হক লস্কর (৪৫), এরা প্রত্যেকেই স্থানীয় এলাকার বাসিন্দা। মিজোরামের ভাইরেংতি এলাকা থেকে কাছাড়ে পাচার করা হয়েছিল ব্রাউন সুগারের প্যাকেটগুলো। প্রাথমিক তদন্তে জানা গেছে কাছাড় জেলার তিন ব্যক্তিকে শুধুমাত্র পাচারের কাজে ব্যবহার করা হয়েছিল। এর মূল সূত্র অন্য কোথাও রয়েছে কিনা, এটা খুঁজে দেখছে পুলিশ।পুলিশসুপার বিএল মিনা এব্যাপারে বলেন, “সীমান্ত সংলগ্ন এলাকায় এধরনের মাদক পাচারের চেষ্টা করে অনেকেই, তবে আমাদের গোয়েন্দা বাহিনী এবং পুলিশ সক্রিয়ভাবে সামাল দিচ্ছে। গত কয়েকমাসে এত বড় আকারের মাদকদ্রব্য একসঙ্গে আটক হয়নি। যে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে হয়তো আরও অনেক তথ্য বেরোবে। আমরা সম্প্রতি ধলাইয়ে মৈত্রী প্রকল্পের অধীনে উন্নতমানের থানা পেয়েছি। এবার দোয়ারবন্ধ থানা স্বাধীনভাবে কাজ করতে শুরু করেছে। তবে আমাদের সব থেকে বড় শক্তি হচ্ছে জনগণের সহায়তা।”