শিলচরের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন প্রবীণরা ডিসি-এসপিকে স্মারকলিপি
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
শিলচর শহর ও সংলগ্ন এলাকায় ক্রমবর্ধমান ছিনতাই, চুরি, ডাকাতি , লুন্ঠন এবং ট্রাক-ডাম্পারের বেপরোয়া ধাক্কায় মানুষের মৃত্যু, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল ও পার্কিং প্রভৃতি জনজীবনে অভূতপূর্ব ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। সাধারণ প্রশাসন বা পুলিশ এসব ব্যাপারে তেমন সক্রিয় না হওয়ায় বৃদ্ধ, শিশু ও মহিলাদের জীবনযন্ত্রণা বৃদ্ধি পেয়েছে ও সুরক্ষা বিঘ্নিত হয়েছে বলে প্রবীণ নাগরিকগণ উদ্বেগ প্রকাশ করেছেন।এই পরিস্থিতির অবসানের দাবিতে শিলচরের কয়েকজন প্রবীণ নাগরিক স্বাক্ষর করে কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকপত্র পেশ করেন৷ এর ব্যবস্থাপনায় ছিল ‘সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ’। আসামের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডাইরেক্টর জেনারেল অব পুলিশের কাছে ই-মেলে ও রেজিস্টার ডাকযোগে এর প্রতিলিপি প্রেরণ করে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন । স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন অবসরপ্রাপ্ত প্রশাসক, অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক, লেখক, গবেষক, ইঞ্জিনিয়ার, ব্যাঙ্ক অফিসার, প্রাক্তন সেনা ও পুলিশ আধিকারিক , প্রবীণা মহিলা সহ অনেকে।