তারাপুর সংলগ্ন মালিনীবিল এলাকায় উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ
আবুল সাহিদ শিলচর আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
তারাপুর সংলগ্ন মালিনীবিল এলাকায় উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ, সন্দেহ খুন
তারাপুর থানার অধীনে মালিনীবিল এলাকায় স্থানীয় এক ঠেলাচালকের মৃতদেহ পাওয়া যায় মঙ্গলবার। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ এলাকার মানুষ স্থানীয় জলাশয়ে এক ব্যাক্তির মৃতদেহ লক্ষ্য করেন। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন; পুলিশের আধিকারিকরা এসে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে মৃত ব্যক্তির নাম দুৰ্গা বৈষ্ণব, বয়স ৩২ বছর। নিজের ঠেলা নিয়ে এলাকায় মাটির কাজ করতেন তিনি। গতকাল দিনের বেলা কাজের জন্য বেরিয়ে ফিরে আসেননি। পরিবারের তরফে অনেক খুজেও তাকে উদ্ধার করা যায়নি। শেষমেষ মঙ্গলবার জলাশয়ে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। পরিবারের সদস্যরা মনে করছেন দুর্গা বৈষ্ণব খুন হয়েছেন। তার স্ত্রী পূর্ণিমা বৈষ্ণবের বয়ান, “গতকাল কাজে বেরিয়ে তিনি ফিরে আসেননি, আমরা পুলিশের কাছে খবর দিয়েছি। আমাদের সন্দেহ, তাকে কেউ আটকে রেখে খুন করেছে এবং জলাশয়ে মৃতদেহ ফেলে দিয়েছে। আমরা চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের খুঁজে বের করা হোক।”তারাপুর থানার ইনচার্জ আনন্দ মেধি জানিয়েছেন, এখনই ঘটনার কারণ হিসেবে কোনও শেষ কথা বলা যাচ্ছে না। মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট এলে পরেই পরিষ্কার হবে লোকটির মৃত্যুর কারণ কি এবং ঠিক কোন সময়ে তার মৃত্যু হয়েছে। আমরা এখনই শেষ কথা বলছিনা, পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে আমাদের তদন্ত চলবে, পুরো প্রক্রিয়া শেষ হলেই বলা যাবে এটা হত্যা না সাধারণ মৃত্যু।”