শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এআইইউডিএফের টিকিট দাবীদার সহিদ আবিদুর রেজা চৌধুরী

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৮ পিএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার

সামনেই বিধানসভা নির্বাচন আর তাতেই  প্রার্থীরা নির্বাচনীয় রনডংকা নিয়ে ঘুরছেন বদরপুরের মাঠ। আসামের সব সমষ্টিতে একই চিত্র,বহিরাগত বনাম স্থানীয় প্রার্থী নিয়ে পক্ষে- বিপক্ষে সোচ্চার স্যোসাল সাইট সহ হাটবাজার। ব্যতিক্রম নয় সীমান্ত জেলার বদরপুর সমষ্টি । প্রত্যেক  এআইইউডিএফ টিকিট প্রত্যাশীরাও চালিয়ে যাচ্ছেন ঠান্ডা লড়াই। তারমধ্যে নিজের প্রতি বদরপুরের জনসাধারণের মনোভাব যাচাই করতে দলীয় হাইকমান্ডের নির্দেশে মাঠে নেমেছেন মহাকলের বাসিন্দা সহিদ আবিদুর রেজা চৌধুরী ওরফে কার্জন চৌধুরী । ছাত্র জীবন থেকে এনএসইউআই, যুব কংগ্রেস সভাপতি করলেও ২০১৫ সালে আনুষ্ঠানিক ভাবে এআইইউডিএফ দলে যোগদান করেন। মঙ্গলবার বদরপুরে এক সংবাদ সম্মেলন করে জানান ২০১৬ নির্বাচনে  এআইইউডিএফ দলের টিকিট দাবীদার থাকলেও দলীয় নির্দেশে তিনি আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে বদরপুর কেন্দ্রে এআইইউডিএফের প্রার্থী হচ্ছেন । আসামে এবার বিজেপি সরকার উৎখাতের লক্ষ্যে কং- ইউডিএফ মহাজোট গঠন এখনও পাকা নয় । যদি জোট হয় তাহলে বদরপুর কেন্দ্র জোটের কোন দলের প্রার্থী দাঁড়াবেন তা এখনো স্পষ্ট হয়নি তবুও  ময়দানে রয়েছেন একক দলের হাফ ডজন প্রার্থী । এবং সবারই দাবি জোটের বা দলীয়  মনোনয়ন পেলে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করবেন , এরমধ্যে  স এ রেজা চৌধুরীও একজন শিক্ষিত স্থানীয় যুবক  যিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে বদরপুরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন । বিগত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে দলের হয়ে বিভিন্ন কার্যসূচী করে উনিশের ডিসেম্বরে ছয়মাসের জন্য  কর্মসূত্রে আমেরীকায় পাড়ি দেন কিন্ত লকডাউনের কারনে কিছুটা দেরী হলেও দেশে ফিরে নির্বাচনী কাজে লেগে যান।সংবাদ সম্মেলনে তিনি বলেন যে, বদরপুরের জনগণ দীর্ঘদিন থেকে দাবি করে আসছেন স্থানীয় সহ যুবা প্রার্থী চাই বলে। যিনি জনসাধারণের সুখে-দুখে সর্বদা পাশে থাকবেন, উন্নয়নের কাজ করবেন । জনগণের ইচ্ছা পূরণের লক্ষ্যে  তিনি কিছু পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরছেন । যদি  বিধায়ক  নির্বাচিত হন তবে শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ স্থাপন করবেন ।   উল্লেখ্য বদরপুর বিধানসভা কেন্দ্রে এ পর্যন্ত প্রায় একক দলের ৪/৫  জন প্রার্থী  রয়েছেন এর মধ্যে অনেকেই কোন দল থেকে মনোনয়ন পাবেন তা পরিষ্কার না করে জনসংযোগের ব্যস্ত।