জেলা প্রশাসনের নির্ধারিত বাসভাড়া ৭ টাকা নেওয়ার দাবিতে অবরোধ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
নিজস্ব সংবাদদাতা,তমলুকঃ বর্তমানে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নোনাকুড়ি বাজারে বাস অবরোধ করে বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কর্মী সমর্থকরা। প্রসঙ্গত করোনাকালে অযথা বাড়তি ভাড়ার বিরুদ্ধে গত মাসে ডি এম এবং আর টি এ দপ্তরে ডেপুটেশন দেয় এস ইউ সি আই (কমিউনিস্ট) দল। এবং গত ১৫ জানুয়ারী ডি এম বাড়তি ভাড়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আদেশ দেয় এ ডি এম।
এই নির্দেশকে হাতিয়ার করে আজ বিক্ষোভ দেখায় এস ইউ সি দলের কর্মী সমর্থকরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ দাস।
এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের দাবী- ন্যূনতম ভাড়া সাত টাকা বজায় রাখতে হবে।প্রশাসনের নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেওয়া চলবে না। সব রুটে রাতে বাসের ব্যবস্থা করতে হবে।
ছাত্র ছাত্রী- নিত্যযত্রীদের কনসেশান ভাড়া চালু করতে হবে।
অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে।