সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বদরপুর থানার নতুন ভবন উদ্বোধন

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫২ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার

স্থাপিত হওয়ার একশো ছয় বছর পর আধুনিক হল আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুর থানা। রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ কাছাড়ের ধলাই থানা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন । রাজ্য সরকারের মৈত্রী প্রকল্পের আওতায় এই থানার নুতন ভবনটি নির্মিত হয়েছে। বদরপুর থানার আওতায় রয়েছে একশো চৌদ্দ বর্গ কিলোমিটার এলাকা। অবিভক্ত সিলেটে ১৯১৪ সালে এই থানা স্থাপিত হয়। রাজ্যের বেশিরভাগ সাদামাটা থানার মতই এতদিন এর চেহারা থাকলেও মৈত্রী প্রকল্প একে দিয়েছে আধুনিকতার ছোঁয়া। থানা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এদিন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রদেশ বিজেপি মূখপাত্র বিশ্বরুপ ভট্টাচার্য কংগ্রেসের দাইয়ান হোসেন জেলাপরিষদ এনাম উদ্দিন পুলিশ সুপার মায়াঙ্ক কুমার এনসি কলেজের অধ্যক্ষ মোর্তুজা হোসেন বদরপুরের চক্র আধিকারিক দিব্যাজ্যোতি গগৈ বিভিসিএলের এক্সিকিউটিভ অফিসার মুকেশ আগরওয়াল দীপক দেব আশুক উদ্দিন প্রমুখ।