ইতালিয় এনজিওর তরফে রাজনগরে আদিবাসী শিশুদের হাইজিন বাকেট বিতরণ
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০১ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার | আপডেট: ১১:০১ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা মিসন ক্যালকাটা অনলুস - এর আর্থিক সহযোগিতায় এবং রিওয়ার্ড -এর পরিচালনায় রাজনগরের ভবানীপুর অঞ্চলের গুরকাটা গ্রামে এলাকার ১০০ জন আদিবাসী দুস্থ শিশুকে এই হাইজিন বাকেট বিতরণ করা হলো। মাস্ক, সাবান, ডিটারজেন্ট পাউডার, হেয়ার অয়েল, কেক, কমলালেবু সহ এই বাকেটগুলি শিশুদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি মিশন ক্যালকাটা অনলুসের ভারতীয় কর্ণধার রাখী ব্যানার্জির তত্ত্বাবধানে এই বাকেটগুলি বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন ইতালিয় স্বেচ্ছাসেবী সংস্থার ভারতীয় প্রতিনিধি বিজয় মন্ডল ও রিওয়ার্ড এর রাজু রায় , এমেল হেমরম সহ অন্যান্যরা।