শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরাক জুড়ে ড্রাগসের রমরমা কারবার জাঁকিয়ে বসেছে

আবুল সাহিদ , শিলচর আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার

সন্ধ্যা ঘনিয়ে আসতেই ইনজেকশন সিরিঞ্জ হাতে নিয়ে ঘুরতে দেখা যায় বেশ কিছু যুবকে।

দেশের যুবসমাজ জাতির প্রাণশক্তি। যুবসমাজের উপর নির্ভর করছে জাতির সার্বিক উন্নতি ও অগ্রগতি। কিন্তু রেল শহর বরাক জুড়ে ড্রাগসের রমরমা কারবার জাঁকিয়ে বসেছে। ব্যবসার পরিধি বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়ী ও ক্রেতার সংখ্যাও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বরাকে ।সন্ধ্যা ঘনিয়ে আসতেই ইনজেকশন সিরিঞ্জ হাতে নিয়ে ঘুরতে দেখা যায় বেশ কিছু যুবকে।

এর মধ্যে অধিকাংশই স্কুল কিংবা কলেজ পড়ুয়া।. 

এর ফলে যুবসমাজ তথা ভবিষ্যত প্রজন্ম হুমকির মুখে পড়েছে। দিন দিন ড্রাগস মাফিয়া এবং ওই নেশাদ্রব্য গ্রহণকারীর সংখ্যা বেড়েই চলছে। এদের কে বা কারা মদত দিচ্ছে? তারা অবৈধ ব্যবসা করার সাহস কোথা থেকে পাচ্ছে? প্রকাশ্যে বিক্রি হচ্ছে , ড্রাগস। দিনের পর দিন এই অঞ্চলের তরুণ প্রজন্ম ডুবছে নেশার ঘোরে। কোডিন ফসফেটযুক্ত যেকোনো কাফ সিরাপ নারকোটিক ড্রাগসের আওতায পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান বর্তমান আধুনিক যুগের এই যুব সমাজ সিগারেট, বিড়ি, গুটকার নেশার প্রতি আসক্তি আজ থেকে নয় বহুবছরের। কিন্তু একটু লক্ষ্য করলেই দেখবেন সময়ের সাথে সাথে আমাদের খাওয়া-দাওয়া, চাল-চলন, পোশাক-পরিচ্ছদ সহ বিভিন্ন ক্ষেত্রে যেমন পরিবর্তন এসেছে তেমনি যুব সমাজের নেশার সামগ্রীতেও ঘটে গেছে অকল্পনীয় পরিবর্তন।

আজকের যুবসমাজের নেশার সীমানা আর সিগারেট বা বিড়িতে সীমাবদ্ধ নেই, তা কয়েক ধাপ পেরিয়ে জেন ওয়াই এখন গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের মদ, হুক্কা এবং সবথেকে ভয়াবহ নেশা ড্রাগস ও চরসের প্রতি আসক্ত। যে নেশার ভয়বহতা সম্পর্কে আজও বহু মানুষের ধারনা পর্যন্ত নেই। অবাক লাগলেও আজ এই ভয়াবহ নেশার কবলে আমাদের বদরপুরের বিভিন্ন অঞ্চল । তিনি আরও জানান এই মাদক সেবনকে কেন্দ্র করেই বরাকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে। যা বিভিন্ন অঞ্চলের নিরাপত্তাকেও ফেলে দিয়েছে প্রশ্নের মুখে। দীর্ঘদিন ধরে বরাকের বিভিন্ন এলাকায় ড্রাগসের বেআইনি কারবার চলছে।’ সাধারণ মানুষের দাবি, পুলিশ প্রশাসন যুব প্রজন্মকে বাঁচাতে আরও সক্রিয পদক্ষেপ না করলে আগামীতে পরিস্থিতি আরও জটিল হবে