ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন থানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৪ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুর থানার নতুন ভবন উদ্বোধন করবেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন মন্ত্রী পরিমল শুক্লবৈধ্য, করিমগঞ্জের সংসদ কৃপানাথ মালাহ, আসাম রাজ্যিক বিজেপির মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচাৰ্য, শনিবার বিকালে ডিআইজি দিলীপ পাল, ডিএসপি সুধন্য শুক্লবৈদ্য, করিমগঞ্জের পুলিশ সুপার মায়াঙ্ক কুমার সরেজমিন পরিদর্শন করে যান।
উল্লেখ্য মৈত্রী প্রকল্পের অধীনে দায়িত্বশীল থানা গুলির সর্বাঙ্গীণ উন্নয়ন অভিযানের লক্ষ্যে রাজ্যের অন্যান্য থানার সঙ্গে বদরপুর থানার নতুন ভবনের নির্মান কাজ সম্প্রতি সম্পূর্ণ হয়েছে।উল্লেখ চোর–ডাকাতের আখড়ার ধরাবাঁধা গণ্ডির বাইরে গিয়েই নতুন রূপে সেজে উঠেছে বদরপুর থানার নতুন ভবন ।বর্তমানে সাজ সাজ রব। এদিকে থানার নতুন সাজে মানুষের মন থেকে থানা ও পুলিশ সম্বন্ধে ভয় দূর হবে শুধু নয়, এক নতুন পরিবেশ তৈরি হয়েছে এই থানাকে ঘিরে। কী নেই এই নতুন রূপের থানায়।তৈরি হচ্ছে সুন্দর ফুলের বাগান। আর আছে একটি সুসজ্জিত গেট। ফলে সেখানে মানুষ এলে তাঁদের মনেই হবে না তাঁরা কোনও থানায় এসেছেন। মনে হবে সুসজ্জিত কোনও জায়গায় ঘুরতে এসেছেন। থানার ঝাঁ–চকচকে ২ তলা বাড়ি এবং থানায় ঢোকার পরই থানা দেখার মতো।ইংরেজ আমলে থেকে বদরপুর থানার পথচলা শুরু হয়েছিল বলে জানা যায়। এই থানার কাজ শুরু করেছিল। সেখানে পুকুর–সহ বাগান ছিল। বহুদিন থানার সংস্কার হয়নি। এই থানাকে নতুন রূপে সাজানো হয়েছে। থানার এই নতুন রূপে বদরপুরের মানুষ খুশি। তাঁরা চান থানার এই দৃষ্টিনন্দন রূপ যেন বজায় থাকে।