বাঙালি হিন্দুদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে বিজেপি : দাইয়ান
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
এনআরসি ছুটদের নগরিকত্ব সুনিশ্চিত করার দাবি।
ভোট চাইবার আগে ১৯ লক্ষ এনআরসি ছুটদের নাগরকত্ব সুনিশ্চিত করতে মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-র কাছে দাবি জানালেন বদরপুরে কংগ্রেস টিকিটের প্রবল দাবিদার অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক দাইয়ান হোসেন। বিজেপি বিরোধীদের মহাজোট হবে কী না এখনও নিশ্চিত নয়। তবে জোট হলেও কংগ্রেসের দখলে থাকা বদরপুর আসনটি কংগ্রেসকেই ছেড়ে দেওয়া হবে মোটামুটি প্রাথমিক আভাস এরকমই পাওয়া গেছে। আর এমনটা হলে জোটের প্রার্থী হিসেবে অন্যতম দাবিদার হচ্ছন করিমগঞ্জের দাইয়ান হোসেন। শনিবার বদরপুরে এক সাংবাদিক সম্মেলনে খোলাখুলিই নিজের অভিপ্রায় ব্যাক্ত করেন তিনি। সাংবাদিক সম্মলনে এনআরসি, বরাকের উন্নয়ন, নিযুক্তি ইত্যাদি বিষয়ে বিজেপি সরকারের বাঙালি বিরোধী অবস্থানের কড়া সমালোচনা করেন। মূলতঃ নিশানায় ছিলেন অসমের ডি ফ্যাক্টো চিফ মিনিস্টার হিমন্তবিশ্ব শর্মা। কী ভাবে ২০১৬ থেকে বাঙালিদের নানা ভাবে বোকা বানিয়ে আসছেন তার বিস্তারিত তুলে ধরেন দাইয়ান। করিমগঞ্জের প্রস্তাবিত মেডিক্যাল কলেজ স্থাপন বা তৃতীয় ও চতুর্থ শ্রেনীর সরকারি পদে বরাকের স্থানীয়দের নিযুক্তি নিয়ে সরকারি ভূয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন তিনি। এছাড়া কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি মত দুইকোটি চাকরি বা রাজ্য সরকারের পঁচিশ লক্ষ চাকরি কোথায় গেল প্রশ্ন দাইয়ানের। কতজন বাঙালি হিন্দুকে চাকরি দিয়েছেন হিমন্ত প্রশ্ন দাইয়ানের।মুসলিমরা না হয় মোঘলদের বংশধর, বিজেপির অ্যালার্জি। কিন্তু হিন্দু বাঙালিদের জন্য কী করেছে এই সরকার। এনআরসি ছুট বা ডিটেনশন ক্যাম্পে ঠাঁই পাওয়াদের বেশিরভাগই বাঙালি হিন্দু। কা-- র টোপ দিয়ে এদের ভোট ব্যাঙ্ক হিসাবে বিজেপি ব্যবহার করতে চাইছে বলে মন্তব্য করেন তিনি। মাদ্রাসা বা টোল তুলে না দিয়ে বরং সাধারণ স্কুলে বেদ - কোরআন পড়ানোর ব্যবস্থা নিলে ছাত্রদের উন্নতি হত বলেও মন্তব্য করেন দাইয়ান। বদরপুরের মানুষ মহাজোট গঠনের পক্ষে । আর হাইকমান্ড চাইলে তিনি জোটের প্রার্থী হবেন। উচ্চ শিক্ষিত হাইকোর্টের এই আইনজীবী বদরপুরে যে স্থানীয় প্রার্থীর দাবি উঠেছে সেটাকে তেমন গুরুত্ব দিতে রাজি নন। বর্তমান বিধানসভায় মোট বিধায়কদের মধ্যে তেত্রিশ জনই নিজেদের এলাকা ছেড়ে অন্য আসন থেকে প্রতিদ্বন্ধিতা করে এসেছেন। বদরপুরেও বেশ কিছু এধরনের উদাহরণ আছে। তিনি করিমগঞ্জের বাসিন্দা হলেও টিকিটের ব্যপারে এটা অন্তরায় হবেনা বলেই তাঁর ধারনা।