সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

করিমগঞ্জে করোনা টিকার মহড়া আজ

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১৯ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার

 

করিমগঞ্জে কোভিড ভ্যাকসিনের প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও শিশু উন্নয়ন বিভাগের কর্মীসহ মোট ৫৪৫১ জনকে টিকা দেওয়া হবে।বৃহস্পতিবার করিমগঞ্জে কোভিড টিকাকরণের জন্য গঠিত টাস্কফোর্সের সভায় এ তথ্য জানানো হয়। জেলাশাসক আনবামুথান এমপির পৌরোহিত্য সভায় জানানো হয়, ভ্যাকসিনের জন্য মহড়া শুক্রবার অনুষ্ঠিত হবে। গিরিশগঞ্জ ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, করিমগঞ্জ সিভিল হাসপাতাল, পাথারকান্দি হাসপাতাল– এই তিনটি স্থানে ড্রাইরান অনুষ্ঠিত হবে। প্রতি ক্ষেত্রে ২৫ জনকে টিকাকরণের মহড়া দেওয়া হবে। স্বাস্থ্য দফতরের যুগ্ম সঞ্চালক অনুপকুমার দৈত্যারি জানান, চারটি পর্যায়ে এই টিকাকরণ অনুষ্ঠিত হবে। অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক অসীমকান্তি দাস জানান, টিকাকরণের স্থানগুলিতে ৫ জনের একটি দল টিকাকরণ কার্যসূচি পরিচালনা করবেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইউএনডিপির রিজিওনাল ম্যানেজার অক্ষদীপ চৌধুরী জানান, যারা আগে থেকে নথিভুক্ত, তাদেরকেই ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্য মিশনের ডিপিএম হানিফ আলম জানান, স্বাস্থ্যকর্মীদের না দিয়ে সাধারণ নাগরিকদের টিকা দেওয়া হবে না। সভায় জেলাবাসীকে সুশৃঙ্খলভাবে কোভিড টিকাকরণের আহ্বান জানান জেলাশাসক। এছাড়া তিনি সর্বক্ষেত্রে কোভিড প্রটোকল মেনে চলার আবেদন জানান।