শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংখ্যালঘু বৃত্তিকেলেঙ্কারির তদন্তচেয়ে প্রফুল্লের দারস্থ য ইউডিএফ

আবুল সাহিদ , শিলচর আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৪ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার

বদরপুর, করিমগঞ্জে সংখ্যালঘু স্কলারশিপের (প্রি-মেট্রিক) নামে দেদার দুর্নীতি হয়েছে সিন্ডিকেটরাজের দৌলতে মুসলিম বাবার হিন্দু পদবির ছাত্র এবং হিন্দু বাবার মুসলিম পদবির ছাত্র দেখিয়ে সংখ্যালঘু স্কলারশিপের টাকার দেদার লুণ্ঠন হয়েছে।

সংখ্যালঘু বৃত্তি কেলেঙ্কারি ও সরকারীভাবে বরাক উপত্যকার জনগণের সাথে বৈষম্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বুধবার আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রি শ্রী প্রফুল্ল কুমার মোহন্ত এর দারস্থ করিমগঞ্জ জেলা যূব ইউ ডি এফ।যুব ইউ ডি এফ এর সভাপতি নাওয়াজ শরিফ তাপাদার(রাজা) জানান প্রাক্তন মুখ্যমন্ত্রির সাথে সরকারি চাকরি এবং অন্যান্য বিষয়ে বরাক উপত্যকার সাথে সরকারের যে বৈষম্য দেখা যায় সেই বিষয়ে বিস্তারিত জ্ঞাত করার পর ,প্রাক্তন মুখ্যমন্ত্রি প্রফুল্ল কুমার মোহন্ত আমাদের আশ্বাস দেন যে তিনি বিধানসভার পরবর্তী অধিবেশনে বিধানসভায় সমস্ত বিষয়ে আলোচনা করবেন এবং এই সমস্যার স্থায়ী একটি সমাধানের চেষ্টা করবেন।উল্লেখ স্কলারশিপ প্রাপকদের তালিকায় বেশিরভাগ ছাত্র-ছাত্রীদের নামে বিভিন্ন ব্যাংক ও সিএসপিতে ভুয়া অ্যাকাউন্ট রয়েছে ।ওইসব একাউন্ট কোন ব্যাংকের কোন শাখায় করা হয়েছে তার তদন্ত করে সংশ্লিষ্ট ব্যাংক, সিএসপি কর্তৃপক্ষকে তদন্তের আওতায় এনে গ্রেফতার করলে আসল রহস্য বেরিয়ে আসবে ।বদরপুরের সচেতন নাগরিকরা জানান, জেলায় মাইনরিটি স্কলারশিপের নামে কয়েক জন অধিকারীক বহু টাকা আত্মসাৎ করেছে যার ফলস্বরূপ নীরিহ শিক্ষার্থীদের ভোগ করতে হয়েছে। তাহারা আরও বলেন যে অবিভাবক এবং ছাত্ররা অনেক কষ্ট করে বৃত্তি পাওয়ার আশায় ফর্ম ফিলাপ করেছিলেন কিন্তু কয়েকজন দূর্নীতিবাজরা তা আত্মসাৎ করে নিয়েছে।