ভুয়ো আধার কার্ড দিয়ে ভারতে এসে ১২ জন বাংলাদেশি গ্রেফতার
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:২১ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
আগরতলা বিমানবন্দরে ১২ জন বাংলাদেশী কে গ্রেফতার করা হয়েছে। ভারতে অবৈধভাবে প্রবেশ করার দায়ে সোমবার আগরতলা বিমানবন্দর থেকে ১২ জন বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ। ইন্ডিগো বিমানে করে ভুয়ো আধার কার্ড দিয়ে তারা চেন্নাই যাওয়ার মতলব আটছিলেন। ইন্ডিগো বিমান এর স্টাফ রা এই ভুয়ো আধার কার্ড ধরে ফেলেন। গুয়াহাটি হয়ে আগরতলা থেকে চেন্নাই- এ যাওয়ার জন্য বোডিং পাস নিতে গিয়ে ধরা পড়ে যান তাঁরা। তাদের কাছ থেকে জানা যায়, কাজের সন্ধানে তারা চেন্নাইয়ে যেতে চেয়েছিলেন। আগরতলা বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা পরে এদেরকে আগরতলা পুলিশের কাছে সমঝে দেন। পুলিশ জেরা করলে তারা জানায়, ত্রিপুরা সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছেন। সোনামুড়া মহকুমার কয়েকজন দালালের কাছ থেকে তারা এই ভুয়ো আধার কার্ড তৈরী করান।সঙ্গে সঙ্গে ত্রিশ পুলিশ সোনামুড়া মহকুমায় ভুয়ো আধার কার্ড চক্র ফাঁস করতে জোর তদন্ত চালায়।