‘বল এখন প্রধানমন্ত্রীর কোর্টে, দায়-দায়িত্ব সরকারের’
জাগরণ প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা সংলাপের মাধ্যমে দাবি-দাওয়া উত্থাপন করেছি। আমরা চেয়েছি শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় করতে। এখন বল প্রধানমন্ত্রীর কোর্টে। দেশে এরপর যা হবে তার দায়-দায়িত্ব সরকারের।
বুধবার বিকালে রাজধানীর বেইলি রোড়ে নিজের বাসায় এক জনাকীর্ণ সাংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের ফলাফল জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা এমন মন্তব্য করেন। এর আগে গণভবনের ব্যাংকোয়েট হলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ করে ঐক্যফ্রন্ট। সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সংলাপ অনুষ্ঠিত হয়। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ফ্রন্টের অন্য নেতাদের নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রবেশ করেন।
ড. কামাল হোসেন বলেন, আমরা তো সেই চেষ্টা করে যাচ্ছি, করছি, করে যাবো যে, দেশে একটা স্থিতিশীল অবস্থা, একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে সব কিছু হোক। দায়িত্ব তো সরকারের। বল এখন সরকারের কোর্টে।’
দুই দফা সংলাপে বসার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কামাল হোসেন বলেন, ‘আজকের সংলাপে আমরা আমাদের ৭ দফা দাবি নিয়ে সীমিত পরিসরে আলোচনা অব্যাহত রাখার প্রস্তাব করেছি। আমরা বলেছি, যে অল্প পরিসরে আরো আলোচনার করার ব্যাপারে ইচ্ছুক।’
ড. কামাল বলেন, ‘সংলাপে সারাদেশে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে যেসব মিথ্যা ও গায়েবী মামলা করা হয়েছে সেগুলো প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো গায়েবী ও হয়রানিমূলক মামলা দায়ের হবে না, ঐক্যফ্রন্ট নেতাদের গ্রেপ্তার করা হবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।’ আজকের সংলাপে ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির নিয়ে সীমিত পরিসরে আলোচনা অব্যাহত রাখার প্রস্তাব করেছি।
নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা তফসিল ঘোষণা করতে মানা করেছি। বলেছি, এ মুহূর্তে তফসিল ঘোষণা করলে আমরা নির্বাচন কমিশনের উদ্দেশ্য পথযাত্রা করবো। আর দিলেও আমরা তো মানছি না।
নির্বাচনকালীন সরকার নিয়ে ঐক্যফ্রন্টের প্রস্তাব সংবিধানে নেই: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়ে নাগরিক ঐক্যর নেতা মান্না বলেন, আমরা বলেছি, সংসদ ভেঙে দিতে হবে। সংসদ ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যেই তো নির্বাচন হবে। এটা এখনও আমাদের সংবিধানে আছে। সুতরাং তিনি (ওবায়দুল কাদের) ভুল বলেছেন।
এফসি/এমটিআই