শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের শুভেন্দু গড়ে নিজেদের আস্তানা পুনরুদ্ধার করল তৃণমূল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক, কাঁথি : তৃণমূলের বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফার পরেই কাঁথি শহরে তাঁর সহায়তা কেন্দ্রের দখল নিল শাসকদল। বৃহস্পতিবার সকালে তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী ওই সহায়তা কেন্দ্রে গিয়ে গেরুয়া রং মুছে নীল-সাদা করে দেন। সেখানে রাখা শুভেন্দুর ছবি দেওয়া ফ্লেক্স এবং ব্যানার তাঁরা ছিঁড়ে দেন বলে অভিযোগ।

কাঁথির মেছাদা বাইপাসে যে তৃণমূল পরিচালিত ব্যবসায়ী সমিতির অফিসটি সম্প্রতি বিতর্কিত বহিষ্কৃত তৃণমূল নেতার নেতৃত্বে গেরুয়া রং করে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র করেছিল সেই অফিসে এদিন তৃণমূল দলবল এসে সাদা রং করে দিল। শুভেন্দু অধিকারীর খাশ তালুকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

বৃহস্পতিবার সকালে শুভেন্দু তমলুকের নিমতৌড়িতে তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৭৯ তম প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। কণিষ্কও তাঁর সঙ্গী ছিলেন। প্রায় একই সময় সহায়তা কেন্দ্রে ‘অভিযান’ চালায় তৃণমূল। কণিষ্ক বলেন, ‘‘সরকারি জমিতে গড়ে ওঠা ঘরটি স্থানীয় ব্যবসায়ী সমিতির দখলে ছিল। এলাকাবাসীর আগ্রহেই সেখানে দাদার সহায়তাকেন্দ্র করা হয়েছিল। দখলদারির রাজনীতি করে বিধানসভা ভোটে তৃণমূল জিততে পারবে না। জেলায় গেরুয়া ঝড় শুরু হয়েছে।’’

ব্যাবসায়ী সমিতির সদস্য কৃষ্ণেন্দু খামারি বলেন তাঁদের অন্ধকারে রেখেই সমিতির সম্পাদক কনিষ্ক পন্ডা নিজের ইচ্ছামত অফিসের রং বদলে, শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র চালু করে ছিলো। এই সদস্য বলেন কেউ নিজের মত বদলাতেই পারেন, কিন্তু সেই মত কারো উপরে চাপিয়ে দিতে পারেনা।এই সংগঠনের সভাপতি সন্তোষ বাগ বলেন তাঁদের সংগঠন অরাজনৈতিক সংগঠন। সব রাজনৈতিক দলের কর্মীরা এখানে উপস্থিত আছেন । তাই এই ভাবে কাউকে না বলে সমিতির অফিসকে কারো ব্যাক্তিগত সহায়তা কেন্দ্র চালু করা উচিত হয়নি।