বৃহস্পতিবার তফসিল ঘোষণায় সমর্থন আছে আ. লীগের
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) তফসিল ঘোষণার সিদ্ধান্তে সমর্থন আছে আওয়ামী লীগের। কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এই সমর্থনের কথা জানায়।
বুধবার ( ৭ নভেম্বর) ইসিতে বৈঠক শেষে বের হওয়ার পর সাংবাদিকদের এই তথ্য জানান, আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম।
এইচটি ইমাম বলেন, নারী ভোটার ও বয়স্ক ভোটারদের ভোটদান সহজ করতে ভোটকেন্দ্রে যেন যথেষ্ট সংখ্যক বুথ রাখা হয় সে ব্যাপারে তারা কমিশনকে পরামর্শ দিয়েছেন।
তাছাড়া সামনে নির্বাচনী কর্মকর্তা–কর্মচারীদের জন্য যে প্রশিক্ষণের সময় নির্ধারণ করা আছে, সে সময় যেন তাদের ইভিএম বিষয়েও প্রশিক্ষণ দেয়া হয় সে বিষয়েও তারা পরামর্শ দিয়েছেন কমিশনকে।
এছাড়া অনিবন্ধিত কেউ যেন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করতে না পারে সে বিষয়েও তারা কমিশনকে পরামর্শ দিয়েছেন।
এইচটি ইমাম এ ব্যাপারে বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে যেন অনিবন্ধিত কেউ না থাকে এ ব্যাপারে ইসিকে বলেছি। কারণ কেউ পর্যটন ভিসায় দেশে এসে বলবেন, তিনি নির্বাচন পর্যবেক্ষক- এমনটা যেন না হয়।
নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী প্রসঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দল কমিশনকে বলেছে, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যেন কোন বেসরকারি প্রতিষ্ঠানের কেউ না থাকে, তা নিশ্চিত করতে হবে।
বুধবার ( ৭ নভেম্বর) বিকেল চারটার দিকে এইচ টি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে যায় আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী,এনামুল হক চৌধুরী, সেলিম মাহমুদ ও মুস্তাফিজুর রহমান বাবলা।
মাআ/আরআই/এমটিআই