শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডায়মন্ড হারবারে জে.পি.নাড্ডা উপর হামলার প্রতিবাদে সরব বিজেপি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৫ এএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডা দুদিনের কর্মসূচিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন । ডায়মন্ড হারবারের এক দলীয় সভাতে যোগ দিতে যাওয়ার সময় ভারতীয় জনতা পার্টির থেকে একটি বাইক রেলি ওই সবার উদ্দেশ্যে যায়, সেই সভাতে যাওয়ার পথে তৃণমূল আশ্রিত হার্মাদ বাহিনীর দ্বারা সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডার গাড়িতে হামলা হয়, বেশকিছু বাইক ভাঙচুর করা হয়, এবং বেশ কিছু কর্মীকেও মারধর করা হয়। বৃহস্পতিবার বিকেলে তমলুক, নন্দীগ্রাম সহ কোলাঘাট দেউলিয়া বাজারে বিজেপি কর্মীরা জাতীয় সড়ক ওপর প্রতিবাদ এবং অবরোধ কর্মসূচি সংঘটিত হয়। অবরোধ চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি কুশপুতুল দাহ করা হয়। এই অবরোধ প্রায় আধঘন্টা মত চলে।পরে অনুশোচনাও করেন এই অবরোধের ফলে সাধারণ মানুষের অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। পরে কোলাঘাট থানার পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।  তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সম্পাদক দেবব্রত পট্টনায়েকের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন সহ একাধিক মহিলা মোর্চা ও জনতা পার্টির কর্মীরা।