শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষক সংগঠনগুলির জেলার অবরোধ ও পিকেটিং

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

 নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ নয়া কৃষি আইন বাতিল ও বিদ্যুত আইন প্রত্যাহারের দাবীতে কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধের ব্যাপক প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুর জেলায়। মঙ্গলবার সকাল ৬ টায় তমলুকের মানিকতলা মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে এস ইউ সি দলের কর্মীরা। লরি, ছোট গাড়ি আটকে যায়। একইভাবে হাসপাতাল মোড়ে মিছিল করে। শহরে মিছিল হলে বড়বাজার, হরির বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়। পোস্ট অফিস বন্ধ ছিল, কোর্ট চত্বরে পিকেটিং হয়। এই দিন সকাল থেকে নিমতৌড়ীতে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন সহ বিভিন্ন গন সংগঠন। বেলা ১১ টা পর্যন্ত অবরোধ চলে। ব্যাপক যানজট হয়। জেলায় দেউলিয়া বাজারে কৃষক সংগ্রাম পরিষদ ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এগরাতেও জাতীয় সড়ক অবরোধ হয়। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়।

এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের জেলা সম্পাদিকা অধ্যাপিকা অনুরূপা দাস বলেন, এ জেলায় বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে। মানুষের এই বন্ধের সমর্থন দাবী করে,  বিজেপি সরকার অবিলম্বে নয়া কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিল করুক।