রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গৃহবধূ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:৪৯ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

 হক জাফর ইমাম ,মালদা: 

শশুর বাড়ির কথামতো বাপের বাড়ি থেকে অর্থ না নিয়ে আসাই গৃহবঁধূকে মারধর করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। অসহায় গৃহবধূ মূক- বধির স্বামীকে নিয়ে মঙ্গলবার মালদা ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সাকেনুর বিবি। সুজাপুর এর বাখ্রা পুরের বাসিন্দা সামিউল শেখের সাথে যদুপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূর বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য চাপ দিত ওই গৃহবধূর শাশুড়ি লজিনা বিবি, দেওর আব্দুল শেখ এবং জা রুমা বিবি। সোমবার রাত্রে ছাগলে সবজি খেয়ে নেওয়ায় এবং আবারো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য বচসা বাধে তাদের। অভিযোগ এরপরই বাস লাঠি দিয়ে মারধর করা হয় ওই গৃহবধূকে। মঙ্গলবার ওই গৃহবধূ তার মুখ- বধির স্বামীকে নিয়ে মালদা ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।