বঙাইগাঁও এ ধর্মঘটের প্রভাব সর্বাত্মক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
জ্যোতির্ময় ভৌমিক বঙাইগাঁও , অসম :---দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির।শ্রম , কৃষি এবং বিজেপি সরকারের নানান নীতি এবং ১২ দফা দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘট এর ডাক ।পাশাপাশি অসমে সমান্তরাল ভাবে সামিল হলো ধর্মঘট এর সমর্থনে জেলার বিভিন্ন প্রান্তে সমর্থকেরা ।নিম্ন অসমের বঙাইগাঁও জেলায় সাধারণ ধর্মঘটের প্রভাব ছিলো সর্বাত্মক।এইদিকে মটর শ্রমিক ফেডারেশন গুলি ধর্মঘটে সামিল হয় ।সকাল থেকে কিছু যান বাহন চলাচল করলেও , বেলা বারার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচল সম্পুর্ণ বন্ধ হয়ে যায় ।জেলার গান্ধী ময়দান এ সমবেত হয় সি আই টি ইউ , হিন্দ মজদুর সমিতি , অঙ্গনবাদী কর্মী সহায়িকা এবং ট্রেড ইউনিয়নের নেতা কর্মীরা ।সকলের কণ্ঠস্বরে উচ্চারিত হয় বিজেপি সরকারের নীতি পরিবর্তন এর দাবিতে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুধ্যে প্রতিবাদী স্লোগান ।এছাড়া নিত্য প্ৰয়োজনীয় সকল সামগ্রী র মুল্যবৃদ্ধি কম করা , আয়কর দিতে হয়না প্রতিটি পরিবারদের মাথা পিছু ৭ ৫০০ টাকা মাথাপিছু অর্থ সাহায্য প্রদান করা এবং করোনা ভাইরাস পরিবেশে র মধ্যে আয়হীন হয়ে পরা প্রতি পরিবারদের অত্যাবশ্যকী য় সামগ্রী৬ মাস পর্যন্ত বিনামূল্যে যোগান ধরা আদি বিভিন্ন দাবীর সমর্থনে পরিবেশ সরগরম করে তুলে ।ধর্মঘট ঘিরে যাতে কোনো ধরণের অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি না হয় সেইদিকে জেলা প্রশাসন নিরাপত্তার দিকে লক্ষ্য রাখছে।