শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

২৬ নভেম্বরের সাধারণ ধর্মঘটের সমর্থনে বিভিন্ন কর্মীদের মিছিল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার

অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ, আশা,আসি ডি এস,মিডডে মিল কর্মী সহ নানান প্রকল্পের কর্মীদের নূন্যতম ২১০০০ টাকা মাসিক বেতন করার দাবীতে এবং রেল,বীমা সহ রাষ্ট্রায়ত্ত সম্পত্তির বেসরকারিকরণের বিরুদ্ধে,কৃষক ও শ্রমিক স্বার্থ বিরোধী কৃষি ও জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, ৮ ঘন্টার শ্রমদিবস ১২ ঘন্টা করার বিরুদ্ধে, সকল বেকারের চাকরির দাবিতে এবং আলু-পেঁয়াজ-তেল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর সারা ভারত ধর্মঘটের সমর্থনে সোমবার তমলুকের হাসপাতাল মোড়ে থেকে শহরের মধ্যে মিছিল করল শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি অনুমোদিত স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়া। সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন আশাকর্মী ইউনিয়নের সভাপতি কৃষ্ণা প্রধান, এ আই ইউ টি ইউ সি-এর জেলা কমিটির সদস্য লীলা সী, এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীবন্তী মাজী, শ্রাবন্তী  মণ্ডল এবং সুতপা সামান্ত প্রমূখ।