শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমের চার শহীদের স্মরণ সভা বোলপুর এলাকায়

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫০ এএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

বীরভূমের বোলপুরে চার নকশাল শহীদের স্মরণ সভা।

 সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম:-আজ থেকে ৩৩ বছর আগে অর্থাৎ ১৯৮৭ সালের ১৯ শে নভেম্বর বীরভূম জেলার বোলপুর থানার মুলুক গ্রামে নির্মল ঘোষ,সুধীর ঘোষ,সেখ জিয়াউদ্দিন ও সেখ মান্নান নামের চারজন নকশাল কর্মী সিপিআইএম এর হাতে খুন হন । সেই শহীদদের স্মরণে  আজ বর্ধমান বীরভূম আঞ্চলিক কমিটি C P I M L নিউ ডেমোক্রেসি নামক নকশাল পার্টির উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এবং পথসভার মাধ্যমে স্মরণ সভা অনুষ্ঠিত হয় । এদিন উপস্থিত ছিলেন C P I  M L নিউ ডেমোক্রেসি দলের রাজ্য সম্পাদক সুশান্ত ঝা, রাজ্য কমিটির সদস্য চন্দন প্রামানিক,CPIML বীরভূম --বর্ধমান আঞ্চলিক কমিটির মুখপাত্র শৈলেন মিশ্র, শুভ্রাংশু মুখার্জি, কীর্তন কোটাল প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য দীর্ঘ আইনী লড়াইয়ের পর ২০০৯ সালে সিউড়ি জেলা আদালতে এই ঘটনায় ৪৬ জন সিপিআইএম কর্মীর যাবজ্জীবন সাজা হয়। সাজাপ্রাপ্ত ব্যাক্তিরা হাইকোর্ট থেকে জামিন পায়, কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিউড়ি কোর্টের রায় বহাল রাখে। উল্লেখ্য নকশাল নেতা শৈলেন মিশ্র শহীদদের হয়ে মামলার লড়াই চালিয়ে যান । মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক চার শহীদের পরিবারকে তিন লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ ও দেওয়া হয় । বিশেষ উল্লেখ্য ৪৭সালের পরবর্তী ভারতে এক সংগে এতজনের সাজা হয়নি, যাহা ঐতিহাসিক ঘটনা বলে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান সংগঠনের পক্ষ থেকে শৈলেন মিশ্র।