শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিরসামুন্ডার জন্মদিন পালনকে কেন্দ্র করে বাঁকুড়ায় রাজনৈতিক বিতর্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রোববার

আব্দুল হাই, বাঁকুড়াঃ - বিরসা মুণ্ডার জন্মদিন পালন কে কেন্দ্র করে বাঁকুড়ায় রাজনৈতিক বিতর্ক তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে।  বাঁকুড়ার পুয়াবাগান মোড়ে আজ বীরসা মুণ্ডার মুর্তিতে মাল্যদান করে তার জন্মদিন পালন করেন বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার।তিনি আজ মুন্ডা সমাজের একটি এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন। এই মুর্তিটিতেই 5 নভেম্বর অমিত শাহ শ্রদ্ধাঞ্জলি দেন। তার পরদিনই তৃণমূল দাবি করে এটি একটি শিকারির মুর্তি এবং এটিকে বীরসা মুণ্ডা বলে আদিবাসী সমাজকে অপমান করেছেন। এরপর তৃণমূল গঙ্গা জল দিয়ে মুর্তিটি শুদ্ধিকরণ করে। আজ আবার তৃণমূল বিরোধিতা করেছে, অভিযোগ করেছে বিজেপি ওই প্রতিকৃতিতে মাল্যদান করে বীরসা মুণ্ডাকে অপমান করেছে।
 অন্যদিকে এর মধ্যে কোনো বিতর্ক নেই বলে দাবি করেছে বিজেপি। সুভাষ সরকার বলেন, অমিত শাহ মূর্তিটিতে মালা দেওয়ার পর গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করেছিল কেন? তার মানে তৃণমূল মেনে নিয়েছে যে এটি বীরসা মুণ্ডার প্রতিকৃতি বলে।রাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী শ্যামল বলেন, আজ ভগবান বিরসা মুন্ডার জন্মদিন। সেই জন্মদিনে বিজেপি আবার ভগবান বিরসা মুন্ডাকে অপমান করলেন, পদদলিত করলেন। বাঁকুড়ার সাংসদ তিনি নিজে দাঁড়িয়ে থেকে পোয়াবাগানর যে শিকারীর ছবি ছিল সেই শিকারীর ছবিকে আবার তারা বিরসা মুন্ডার মূর্তি ভেবে তাকে প্রতিষ্ঠিত করার জন্য মালা দিয়ে, গোবর জল ছিটিয়ে সেখানে শুদ্ধিকরণ করতে শুরু করলেন।