সিপিএম এর মহামিছিল ফরাক্কায়
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১৯ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
অভিজিৎ মন্ডল,ফরাক্কা:-মুর্শিদাবাদ ও মালদা নদী ভাঙ্গন প্রতিরোধ স্থায়ী ব্যবস্থা , ক্ষতিগ্রস্ত পরিবার গুলি পুনর্বাসন সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজকে ফারাক্কায় একটি বিক্ষোভ মিছিল করে প্রায় দুই হাজার কর্মী সমর্থক নিয়ে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার কে ডেপুটেশন দিতে গেলে বাধার মুখে পরতে হয় কর্মরত cisf কাছে, লাগিয়ে দেওয়া হয় ব্যারেজ গেট,উত্তেজিত হয় বিক্ষোপ কারীরা আসতে আসতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে,পরে আলোচনার পর 4জন কে ডেপুটেশন দেওয়ার জন্য পারমিশন দেয় ব্যারেজ কতৃপক্ষ, আজকে এই বিক্ষোভ মিছিলে মূল বক্তা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম তিনি রাজ্য সরকার ও কেন্দ্ৰীয় সরকারের উপর বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনেন, ডেপুটেশন দিয়ে আসার পর প্রাপ্তন সাংসদ আবু হাসনাৎ খান জানান ফরাক্কার জেনারেল ম্যানেজার আমাদের সঙ্গে এক মত হয়ে সমস্ত ব্যাপার টা দেখার ও সহযোগিতা আশ্বাস দিয়েছেন।উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, প্রাপ্তন সাংসদ আবু হাসনাৎ খান সহ একাধিক সিপিএম এর নেতা নেতৃত্বেরা