মালদা জেলা বিজেপির কিষান মোর্চার ডেপুটেশন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৮ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
মালদাঃ-শীত মৌসুমের শুরুতেই আলু বীজের কালোবাজারির সহ ৭ দফা দাবিতে মালদা জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন দিল মালদা জেলা বিজেপির কিষান মোর্চা। বৃহস্পতিবার দপ্তরের সামনে মিছিল করে আসে এরপর বিক্ষোভ দেখাতে থাকে।
বিজেপি কিষান মোর্চার সভাপতি দিলীপ রায় জানান, মৌসুমের শুরুতেই আলুবীজের কালোবাজারি হচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। বাজারে বাড়ছে আলুর দাম। অন্যদিকে সরকারী উদ্যোগে বিনামূলে আলুর বীজ প্রদান করতে হবে কৃষকদের। চাষীদের ফসল বিমার ব্যবস্থা করতে হবে। অকাল বর্ষনে আলু চাষীদের ক্ষতিপূরন দিতে হবে। এমনি সাত দফা দাবিতে জেলা সহ কৃষি দপ্তরে স্মারক লিপি দেওয়া হয়েছে।ব্যবস্থা না হলে বৃহত্বর আন্দোলনে নামবো কৃষকদের স্বার্থে।