শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভন্ডামো করছে সভাধিপতি ! তার নিরাপত্তা রক্ষি প্রত্যাহার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০২ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

কান্দি,ভিক্টর ব্যানার্জীঃ সরকারি সুযোগ-সুবিধা ছেড়ে দেওয়ার ঘোষণা করে ভণ্ডামো করছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি। উনার নিরাপত্তাকর্মী উনি নিজেই ছেড়ে দিয়েছেন ।যেমন শুভেন্দু অধিকারী নিরাপত্তা কর্মীদের না নিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছেন ঠিক তেমনই মুর্শিদাবাদ জেলা সভাধিপতির ক্ষেত্রেও হয়েছে। ওই বিষয় নিয়ে ভাবিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী উচিত কাজ করেছেন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বড়ঞা  ডাকবাংলো হাটে এক জনসভায় অংশগ্রহণ করে এই বক্তব্য রাখেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান। এদিন তিনি সাংবাদিকদের সামনে বলেন, আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ছাড়া আর কোন দলের অস্তিত্ব থাকবে না। যার উদাহরণ আমরা এই বিভিন্ন ব্লকের সভা গুলি থেকেই পাচ্ছি। আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের 22 টি আসন তৃণমূলের দখলে থাকবে ।এই বিষয়ে কোন সন্দেহ নেই। শুভেন্দু অধিকারী এখনো আমাদের দলে রয়েছেন । কোন কথা আমরা উনার বিষয়ে জানতে পারিনি তাই উনার বিষয়ে কিছু বলব না।  তবে জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন নিজের নিরাপত্তাকর্মী নিজেই ছেড়ে দিয়েছেন ।তার আগে ঘোষণা করেছিলেন খড়গ্রাম  গ্রামের সভায় তার আগে ঘোষণা করেছিলেন খরগ্রাম গ্রামের সভায় সরকারি কোনো সাহায্য নেবেন না। তার পরে এই সিদ্ধান্ত ঠিকই করেছে আমাদের  সরকার।