শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তমলুকে নিত্যপ্রয়োজনীয জিনিসের মূল্য বৃদ্ধিও বন্ধের সমর্থনে মিছিল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার

অরিজিৎ মাইতি,পূর্ব মেদিনীপুরঃ  আলু,পেঁয়াজ,তেলের দামবৃদ্ধির বিরুদ্ধে এবং রেল সহ রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেসরকারি হাতে বিক্রি করা‌। কৃষি ও কৃষক নিধনকারী কালা কৃষি আইন বাতিল, আটঘন্টা শ্রমদিবসকে ১২ ঘন্টা করার বিরুদ্ধে,
বিদ্যুৎ আইন ২০০৩ এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে, আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ নানান ফেডারেশন গুলি। তারই সমর্থনে এসইউসিআই (কমিউনিস্ট) দলের শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি,ছাত্র সংগঠন ডি এস ও, যুব সংগঠন ডি ওয়াই ও, শ্রমিক সংগঠন কে কে এম এস এর উদ্যোগে মঙ্গলবার বন্ধের সমর্থনে, বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। তমলুকের মানিকতলার শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে শহর পরিক্রমা করে, হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মুর্তির পাদদেশ মিছিল এসে পৌঁছায়। মিছিলে নেতৃত্বে দেন এস ইউ সি দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য প্রনব মাইতি, জেলা কমিটির সদস্য জ্ঞানানন্দ রায় প্রমূখ।