শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিপিআইএমের ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার

হবিবপুর:১১ দফা দাবী নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী হবিবপুর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সোমবার বিকাল তিনটায় হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতে গন ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। হবিপুর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে এদিন ১১ দফা দাবি নিয়ে কেন্দপুকুর হাই স্কুল থেকে সিপিএমের কর্মীরা হাতে দলীয় পতাকা নিয়ে স্লোগান দিয়ে গোটা কেন্দ পুকুর এলাকা মিছিল করে পঞ্চায়েত অফিসে সামনে এসে মিছিলটি শেষ হয়। সেই পরিপ্রেক্ষিতে হবিপুর এরিয়া কমিটির পক্ষ থেকে হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতে প্রধানের নিকট ১১ 11 দফা দাবি পত্র তুলে দেওয়া হয়। দাবিগুলো হলো-সমস্ত জব কার্ড ধারীদের 100 দিনের কাজ দিতে হবে,যেসব নাগরিকদের নামে কোন জব কার্ড নেই তাদের নতুন জব কার্ড দিতে হবে, ৩০০ টাকা মজুরি সহ১০০ দিনের পরিবর্তে ২০০ দিন কাজ দিতে হবে, MGNREGS কাজে দুর্নীতি বন্ধ করতে হবে, ৬০ বছর পূর্ণ বয়স্ক সকল নাগরিকদের বার্ধক্য ভাতা প্রদান করতে হবে, পরিযায়ী শ্রমিক দের বুথ ভিত্তিক নাম তালিকা করে অনুদানের ব্যবস্থা করতে হবে প্রভৃতি দাবি নিয়ে আজকে প্রধানের নিকট গন ডেপুটেশন স্মারকলিপি প্রদান করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম আক্তার অঞ্চল কমিটির কমরেড মাঝিলা হাঁসদা, কাঞ্চন রায়, মনিন রায়, ঠাকুর টুডু, সিপিআইএমের সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের হবিবপুর ব্লক সম্পাদক কমরেড অঞ্জন সিংহ, ছবি দেব, প্রণব দাস ধীরেন মুরারি সহসিপিএমের বিভিন্ন কার্যকর্তা ও কর্মীরা।