শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবৈধ মদ কারবারিকে ধরতে গিয়ে হেনস্থার সম্মুখীন আবগারি আধিকারিকগণ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৭ এএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

বীরভূমের রাজনগরের চন্দ্রপুর থানার অন্তর্গত সাজিনা গ্রামে অবৈধ মদের এক কারবারিকে ধরতে গিয়ে হেনস্তার সম্মুখীন হতে হল আবগারি দপ্তরের আধিকারিকদের। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে চন্দ্রপুর থানার পুলিশ। জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তরের আধিকারিকরা রাজনগরের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাজিনা গ্রামে প্রশান্ত বাগদী নামে এক অবৈধ মদের কারবারিকে ধরতে যান। সে সময়ই গ্রামের কয়েকজনের হাতে হেনস্তা হতে হয় আবগারি দপ্তরের আধিকারিকদের ।আবগারি দপ্তরের আধিকারিকদের গাড়িটিকেও ভাঙচুর করে গ্রামের কয়েকজন ব্যক্তি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চন্দ্রপুর থানার পুলিশ প্রধান অভিযুক্ত প্রশান্ত বাগদী সহ জয়দেব বাগদী , অনুপ বাগদি ও সূতম বাগদিকে গ্রেফতার করে। পরে তাদের সিউড়ি আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।