শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে স্মারকলিপি প্রদান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

মালদা ১১ দফা দাবি নিয়ে বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে শুক্রবার ডেপুটেশন কর্মসূচি করা হয় পঞ্চায়েত অফিসে। এদিন বাম ও কংগ্রেস কর্মীরা যৌথ উদ্যোগে পাকুয়াহাট অঞ্চলের স্মারকলিপি প্রদান করেন।এদিন বাম ও কংগ্রেসের কর্মীরা হাতে দলীয় পতাকা ব্যানার নিয়ে দলীয় কার্যালয় থেকে মিছিল করে গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষে পাকুয়াহাট পঞ্চায়েত প্রধানের নিকট তাদের দাবি পত্র তুলে দেন। দাবিগুলো হলো-১ পরিযায়ী শ্রমিক দের ১০০ দিনের কাজ দিতে হবে,২ যাদের জব কার্ড নেই তাদের জব কার্ডের ব্যবস্থা করতে হবে ৩রাস্তাঘাট ড্রেন অতি শীঘ্রই সংস্কার করতে হবে ৪যারা এনআরজিএস প্রকল্পের কাজ করছেন তাদের মজুরি ব্যবস্থা করতে হবে ৫এসিএসটি বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের বার্ধক্য ভাতা ব্যবস্থা করতে হবেপ্রভৃতি দাবি নিয়ে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের স্মার্ট লিপি প্রদান করেন বাম ও কংগ্রেস কর্মীরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামন গোলা ব্লকের কংগ্রেস সভাপতি হরিপদ বৈরাগী, প্রদেশ কংগ্রেস সদস্য জয়ন্ত সরকার, ব্লগ কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়, আর এস পির সাকিরুউদ্দিন সরকার, আকতার আলী, সিপিআইএমের মনমথ মণ্ডল, পার্বতী হাঁসদা, রেবা রানী রায় সহবিভিন্ন বাম ও কংগ্রেসের কার্যকর্তা ও কর্মীরা এ দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।