শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ঐক্যফ্রন্টের দাবি সংবিধান সম্মত নয়’

জাগরণ প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

জাতীয় ঐক্যফ্রন্টের দাবি সংবিধানসম্মত নয় বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  বুধবার ( নভেম্বর ০৭) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনকালীন উপদেষ্টা পরিষদ গঠন ও নির্বাচন পেছানোর প্রস্তাবের ব্যাপারে আওয়ামী লীগের আপত্তি আছে বলে জানান কাদের।  এই দাবিগুলোকে সংবিধান সম্মত নয় বলেও উল্লেখ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজকের সংলাপে জাতীয় ঐক্যফ্রন্ট তত্ত্বাবধায়ক সরকারের আদলে একজন প্রধান উপদেষ্টার নেতৃত্বে ১০ সদস্যের উপদেষ্টাবিশিষ্ট নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিয়েছে।  তারা সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলেছে।  আমরা মনে করি- এটি নির্বাচন পেছানোর একটি কৌশল।  এর মাধ্যমে ওয়ান ইলেভেনের মতো কোনো অপশক্তি আবার সরকারে আসতে পারে।  ঐক্যফ্রন্টের এই দাবি সংবিধান সম্মত নয় বলে তাদের জানানো হয়েছে। 

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী তাদের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন।  কোনো প্রকার কারচুপি হবে না- এ নিশ্চয়তা দিয়েছেন।  তিনি বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড মেনে নিতে আপত্তি নেই।  নির্বাচনকালীন সময়ে মন্ত্রীরা জাতীয় পতাকা ব্যবহার করবেন না।  সংসদ সদস্যরা কোনো সরকারি সুবিধা পাবে না।  নির্বাচক কমিশন তা দেখবে। 

গণভবনে বেলা ১১ টা ১০ মিনিটের দিকে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়।  শেষ হয় দুপুর ২টায়।  সোয়া ২টার দিকে ঐক্যফ্রন্ট নেতারা গণভবন থেকে বের হন।  সংলাপ শেষে বেরিয়ে গণভবনে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের এ সময় আরও বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার নজির কোনো দেশে নেই।  তবে নির্বাচনের সময় সেনাবাহিনী টাস্ক ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। 

খালেদা জিয়ার কারামুক্তি সংক্রান্ত ঐক্যফ্রন্টের দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তি না, জামিন চেয়েছেন ঐক্যফ্রন্ট।  এ ব্যাপারে আওয়ামী লীগ বলেছে, এটা আদালতের বিষয়।

 

জাহো/এফসি/আরআই