নদীয়ায় বিজেপি কর্মী খুনের প্রতিবাদে ভগবানপুর থানা ঘেরাও
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৯ পিএম, ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার
রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা ঘেরাও ও গণ-ডেপুটেশন বিজেপির। গত কয়েকদিন ধরে লাগাতার হিংসা, সন্ত্রাস ছড়ানোর প্রতিবাদে ভগবানপুর থানায় গন ডেপুটেশন দিতে এসে পুলিশের সাথে একপ্রকার ধস্তাধস্তি শুরু হয় বিজেপির।
সোমবার মন্ডল সভাপতি বিজেপি নেতা স্বপন প্রধান, বিজেপি নেতা দেবু কর, বিজেপি নেত্রী স্বরস্বতী সিংহ সহ একাধিক বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে নদীয়ার কল্যানীর গণেশপুরে বিজেপি কর্মী বিজয় সিং কে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।
ডেপুটেশনে আসা বিজেপি কর্মী পুলিশের ঘিরে রেখা ব্যারিকেট ধাক্কা মেরে ভাঙ্গার চেষ্টা করলে ভগবানপুর থানার পুলিশ ব্যারিকেট সরিয়ে বেরিয়ে এলে পুলিশের সাথে কিছুটা কথা কাটাকাটি শুরু হয়, পুলিশ লাঠিচার্য করতে গেলে বিজেপি নেতৃত্বদের হস্তক্ষেপে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরবর্তী সময় পুলিশ বিজেপি কর্মী রঞ্জন মাইতিকে গ্রেপ্তারের চেষ্টা করলে বিজেপি নেতৃত্বরা পরিস্থিতি শান্ত করে। পরে বিজেপি নেতৃত্বরা ডেপুটেশন দিতে ভারপ্রাপ্ত অফিসার প্রনব রায়ের কাছে প্রবেশ করে। পাশাপাশি ভারপ্রাপ্ত অফিসার প্রনব রায় বিজেপি নেতৃত্বদের আশ্বস্ত করে ভগবানপুর থানার গোটা এলাকা শান্ত রাখার জন্য, এবং পেট্রোলিং এর মধ্য দিয়ে রাতের অন্ধকারের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধ করার আশ্বাস দেন।