শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কেমন আছেন ভাঙ্গন এলাকার কুলিদিয়ার এবং হোসেনপুর চরের এলাকাবাসীরা ?

অভিজিৎ মন্ডল, ফারাক্কা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১ নভেম্বর ২০২০ রোববার

অভিজিৎ মন্ডল,ফরাক্কা:- কেমন কাটালো এই বছর বাঙালীর উৎসব দূর্গা পুজো সামনে আবার কালীপুজো কেমন ভাবে কাটাবে এলাকাবাসীরা সেই সব প্রশ্ন জানতে আমরা পৌছিয়ে গেলাম ভাঙ্গন কবলিত এলাকা কুলিদিয়ার এবং হোসেনপুর চরের এলাকাবাসীদের সঙ্গে কথা বললাম, স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এই বছর অনেক আগে থেকেই ফরাক্কার কুলিদিয়ার এবং হোসেনপুরচর এর গঙ্গা ভাঙ্গন শুরু হয়ে গেছে আর এই গঙ্গা ভাঙ্গনে তলিয়ে গেছে বিঘার পর বিঘা জমি তলিয়ে গেছে ঘর বাড়ি থেকে বাচ্চাদের স্কুল পর্যন্ত আর যাদের এই বছর গঙ্গা ভাঙ্গনে ঘর বাড়ি তলিয়ে গেছে তাঁদের ঠিকানা এখন ফাঁকা আকাশের নিচে ত্রিপলের তলায় বা কোনো এক আত্মীয় বাড়ি, স্থানীয় এলাকা বাসীরা আরো জানায় এই ভাবে চলতে থাকলে আগামী দিনে ফরাক্কা কুলিদিয়ার এবং হোসেনপুরচর এলাকা বলে কিছুই থাকবে না। কিছু দিন আগে দেবী দূর্গা পূজো গেলো আতঙ্কের মধ্যে দিন কাটিয়ে সামনে কালীপুজো, দেখতে দেখতে ঠান্ডাও চলে আসছে আগামী দিনে কি ভাবে দিন যাবে সেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে  ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা কি করে সংসার চালাবে কি খাবে কিছু বুঝে উঠতে পারছে না তারা, কোন রকমে ফাঁকা জায়গায় বসে কিছু বিড়ি বেধে দুমুঠো খাবার জোটে। নেতা-মন্ত্রী এবং সরকারি দপ্তর থেকে লোকজন আসে এবং চলে যায় দিয়ে যায় অনেক প্রতিশ্রুতিও, কিন্তু কোন কাজ হয় না সাহায্য হিসেবে যদি মেলে বড়জোর একটা ত্রিপল।গ্রামবাসীদের বক্তব্য সরকার যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে হয়তো আমরা আবার নতুন করে জীবনযাপন শুরু করতে পারবো আগামীবছর ভালো করে সমস্ত উৎসব ও পালন করতে পারবো।