মালদার পুজোর পথ নির্দেশিকার গাইড ম্যাপের উদ্বোধন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার
মালদা- পুজো ক’দিন নিয়ম শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে পথ নির্দেশিকার গাইড ম্যাপের উদ্বোধন। এদিন পুলিশ লাইন প্রাঙ্গণে হাজির ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ডেপুটি সিএমওএইচ অমিতাভ মন্ডল, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরি, ইংরেজবাজার পুরসভার প্রশাসনিক কমিটির সদস্য দুলাল সরকার, অম্লান ভাদুড়ি প্রমুখ। জানা গেছে, শহরে যান চলাচল আটকাতে ৫২টি ড্রপগেট বসানো হচ্ছে। দুপুর ৩টা থেকে ভোর ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। তারপর অবাধ যাতায়াত। জরুরী পরিষেবার ক্ষেত্রে তখন ছাড় দেওয়া হবে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘পুজো মন্ডপগুলি খোলামেলা করার নির্দেশিকা আগে থেকেই মিটিং বলা হয়েছে। সেগুলি ঠিকঠাক মানা হচ্ছে। জেলার ১০ বছরের পুরনো ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যে।’ পুলিশ সুপার আরও জানান, ‘শহরে ৫২টি ড্রপগেট থাকছে। ১৪টি পুলিশি সহায়তা কেন্দ্র থাকছে। বিহার ও ঝাড়খন্ড ঢোকার মুখে নাকা চেকিংয়ের ব্যবস্থা থাকছে। আন্ত:জেলার মধ্যে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদে ঢোকার মুখেও নাকা চেকিং থাকছে।’ জানা গেছে, আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর বিসর্জনের দিন ধার্য করা হয়েছে। রাতের ভিড় এড়াতে দিনের বেলায় বড় বড় পুজোগুলি ভাসানের কথা জানানো হয়েছে। বিসর্জনে এবার শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।