ফরাক্কা:-গতমাসে ২৫ তারিখে পাহাড়ির বৃষ্টির জল নামায় ভেঙে যাই ফরাক্
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৯ অক্টোবর ২০২০ সোমবার
ফরাক্কা:-গতমাসে ২৫ তারিখে পাহাড়ির বৃষ্টির জল নামায় ভেঙে যাই ফরাক্কার গুরুত্বপূর্ণ নিশিন্দ্রা কাঁটানের রাস্তা যে রাস্তা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম অসুবিধার মধ্যে পড়তে হয় স্থানীয় এলাকা বাসিন্দা থেকে গাড়ি চালক,পরে পাহাড়ির বৃষ্টির জল কমায় আবার ফরাক্কা গুরুত্বপূর্ণ নিশিন্দ্রা কাঁটানের রাস্তা মেরামতি করার কাজ শুরু হয়, আবার স্বাভাবিক হয় যোগাযোগের ব্যবস্থা, আর এই যোগাযোগের ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গাড়ির চালকরা কিছুটা খুশি হলেও তাঁদের দাবি এই নিশিন্দ্রা কাঁটানের একটা ব্রিজ হলে ভালো হয়, কারণ প্ৰতি বছর বর্ষার সময় পাহাড়ির বৃষ্টির জল নামাই এই কাটান ভেঙে যাই ফলে অসুবিধার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দা থেকে গাড়ির চালকদের।
অভিজিৎ মন্ডল