শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফরাক্কা:-ভিডিও টি দেখে কি মনে হচ্ছে ৩৪নম্বর জাতীয় সড়কের উপরে এক ব

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ১৯ অক্টোবর ২০২০ সোমবার

ফরাক্কা:-ভিডিও টি দেখে কি মনে হচ্ছে ৩৪নম্বর জাতীয় সড়কের উপরে এক ব্যাক্তি দুইচাক্কা গাড়ি মানে বাইক নিয়ে দুই পা একদিকে করে ৫০-৬০ গতিবেগে গাড়ি চালাচ্ছেন দেখে যেন মনে হচ্ছে যেনো ৩৪ নম্বর জাতীয় সড়কে উপরে সার্কাস দেখাচ্ছে,কিন্তু ধারণাটা একদম ভুল, যেই ব্যাক্তিটি দুইচাক্কা গাড়ি মানে বাইক নিয়ে দুই পা একদিকে করে ৫০-৬০ গতিবেগে গাড়ি চালাচ্ছেন তার নাম ফিরোজ শেখ বয়স ৩৯ বাড়ি ফরাক্কার তিলডাঙ্গা এলাকায় তিনি বর্তমানে এখন কর্মক্ষেত্রে একজন প্রোডাক্ট সেলসম্যান,আর এই ছবি ধরা পড়েছে ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে উপরে, ফিরোজ বাবু জানান গত ৮ বছর আগে একটি বাইক দুর্ঘটনায় আহত হয়ে পায়ের হিপজয়েন্ট নষ্ট হয়ে যায়,আর এই সেলসম্যানেই কাজ করার আগে  ফিরোজ শেখ ফরাক্কা তিলডাঙ্গা স্টেশনে দোকানে চা এর ব্যবসা করতেন  কিন্তু লোকডাউনে জেরে বন্ধ ট্রেন চলাচল ব্যবস্থা স্টেশনে লোকের দেখা নেই তাই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করতে হয়, সংসার সঠিক ভাবে চলানোর জন্য, তাই ফিরোজ শেখ ব্যবসা পরিবর্তন করে জীবনের ঝুঁকি নিয়ে সেলসম্যানের কাজ শুরু করেন,ফিরোজ বাবুর বাড়িতে রয়েছেন বাবা, স্ত্রী ,দুই ছেলে ও এক মেয়ে আর ছেলে মেয়েদের উচ্চশিক্ষা দেওয়ার জন্য তিনি এই ভাবে বাইক চালিয়ে সারাদিনে ৪০থেকে৬০ কিলোমিটার গাড়ী চালিয়ে নিজের জীবিকা অর্জন করেন ফিরোজ শেখ বাবু।

অভিজিৎ মন্ডল