সাহাপু্রে পাত্রসায়ের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ সভা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১২ পিএম, ১৯ অক্টোবর ২০২০ সোমবার
আব্দুল হাই. বাঁকুড়াঃ -
" আগামী বছর কী আপনারা দূর্গা পূজা চান ? কারণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন আমরা ক্ষমতায় এলে বাংলায় দূর্গা পূজা করতে দেব না। তাই আপনারাই ঠিক করুন বাংলায় দিলীপ ঘোষদের নিয়ে আসতে চান, না আগামী বছর দূর্গা পূজা করতে চান? " বাঁকুড়ার জেলার পাত্রসায়ের ব্লকের সাহাপুরে পাত্রসায়ের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা থেকে বিজেপি কে কটাক্ষ করে কর্মী সমর্থকদের উদ্যেশ্যে এই ভাবেই প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল সাঁতরা। তিনি আরও বলেন, মোদীজী ২০১৪ এর লোকসভা নির্বাচনের আগে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে প্রতিটি নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে ঢুকিয়ে দেবেন। এই প্রতিশ্রুতি ছিল ছিল সম্পুর্ন ভাওতাবাজি। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত সকল বক্তা তাঁদের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষিবিল , সরকারি সম্পত্তির বেসরকারিকরণ, রাজ্য সরকারের প্রতি বঞ্চনার বিরুদ্ধে নিজেদের বক্তব্য রাখেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শুভাশীষ বটব্যাল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী অর্চিতা বিদ, জয় হিন্দ বাহিনীর সুব্রত মুখার্জি, জেলা সংখ্যালঘু সেলের কার্যকরি -সভাপতি সেখ আজফার হোসেন, পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জি, যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিং, ইন্দাস ব্লক সভাপতি সেখ হামিদ সহ জেলা তৃণমূল কংগ্রেসের সেখ মনিরুল,মহর আলী,সেখ হোসেন। এছাড়াও ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত দত্ত, কৃষি কর্মাধ্যক্ষ নব কুমার পাল ও ব্লকের প্রতিটি অঞ্চল নেতৃত্ব। সভাটি পরিচালনা করেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও কুশদ্বীপ অঞ্চল সভাপতি শাহজাহান মিদ্যা।