মেদিনীপুর জেলা শাসকের দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন আইসিডিএস সংগঠনের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার
পশ্চিম মেদিনীপুর :-
পশ্চিমবঙ্গ রাজ্য আই সি ডি এস সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা শুক্রবার মেদিনীপুর জেলা শাসকের দফতরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন দেন। আই সি ডি এস কর্মী শুক্লা ঘোষ জানান মূলত দাবি গুলি 2014 সাল থেকে 2020 অবধি যারা অবসর নেন তাদের কে নূন্যতম তিনলক্ষ টাকা এককালীন ও মাসে তিনহাজার টাকা পেনশন চালু করতে হবে। তাছাড়াও আই সিডিএস কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং যতদিন পর্যন্ত স্থায়ীকরণ হচ্ছে না ততদিন নূন্যতম একুশ হাজার টাকা ভাতা দিতে হবে ও করোনা প্রাক্কালে প্রত্যেক কর্মীদের মাস্ক ও স্যানিটাইজার দিতে হবে। এইসব বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা ও আগামী 26শে নভেম্বর সাধারণ ধর্মঘটের ও হুঁশিয়ারিও দেন পশ্চিমবঙ্গ রাজ্য আই সি ডি এস সংগঠনের নেতৃত্বরা।।