শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হবিবপুর:আসন্য আগামী ২০২১ বিধানসভাকে পাখির চোখ করে ঘর সাজাতে চলছে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

হবিবপুর:আসন্য আগামী ২০২১ বিধানসভাকে পাখির চোখ করে ঘর সাজাতে চলছে তৃনমূল কংগ্রেস। সেই উপলক্ষে  ৪৩হবিবপুর(তপ:উপ:) হবিবপুর বিধানসভার বুথ ভিত্তিক কর্মীসভা আয়োজন করা হয় হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দ্পুকুরে হাই স্কুলে। উল্লেখ্য আগামী বিধানসভা কে সামনে রেখে হবিবপুর বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লক ও বামনগোলা ব্লকের সকল বুথ স্তরের তৃনমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এই বুথ ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মীসভায় প্রথমে বিশিষ্ট ব্যক্তিবর্গ কে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। প্রদীপ প্রচলন করেন মোয়াজ্জেম হোসেন, বাবলা সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দরা। মূলত আগামী বিধানসভা কে সামনে রেখে এই বুথ ভিত্তিক কর্মীসভা করা হয়। এই কর্মীসভায় সিপিআইএম ও  কংগ্রেস ছেড়ে প্রায় ২০০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দুলাল সরকার ।এদিন এই বুথ ভিত্তিক কর্মী সভায় উপস্থিত ছিলেন-তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দুলাল সরকার, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা কমিটির মহিলা সভানেত্রী চৈতালি সরকার, আদিবাসী তৃণমূল কংগ্রেস সভাপতি চুনিয়া মুর্মু, মালদা জেলার মুখপাত্র শুভময় বসু, উদ্বাস্তু সেলের সভাপতি ভজহরি রায়, হবিবপুর বিধানসভার কো-অর্ডিনেটর অমল কিস্কু, হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মিশ্র , হবিবপুর ব্লকের তৃণমূল যুব সভাপতি সৌগত সরকার,বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, বামনগোলা ব্লকের তৃণমূল যুব সভাপতি সমীর কর্মকার মালদা জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ পিংকি সরকার মাহাতো, জেলা যুব কমিটির জেলা সহ-সভাপতি দীপঙ্কর মন্ডল, সহ হবিপুর ও বামন গোলা ব্লকের যুব সভাপতি সহ সভাপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন এই কর্মীসভায় উপস্থিত ছিলেন।