শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব হাত ধোয়া দিবস পালন বীরভূমের রাজনগরে

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

আজ ১৫ অক্টোবর "বিশ্ব হাত ধোয়া দিবস"। ২০০৮ সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে। তবে এবার করোনা আতঙ্কের পরিস্থিতিতে এই দিবস পালনের গুরুত্ব অনেক বেশি। এবারের বিষয় রাখা হয়েছে "সকলের জন্য পরিচ্ছন্ন হাত"। রোগমুক্ত থাকতে সাবান দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়া বড় জরুরি। বীরভূমের রাজনগর ব্লকের স্থানীয় পাঁচটিপঞ্চায়েতের পঞ্চায়েতের সহযোগিতায় "ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট" নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা  দিনটি পালন এর তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা ক্যুইজ হাতে নাতে প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে চন্দ্রপুর পঞ্চায়েতের মাধাইপুর উপস্বাস্থ্য কেন্দ্র গাংমুড়ি জয়পুর পঞ্চায়েতের জয়পুর উপস্বাস্থ্য কেন্দ্রে তাতিপাড়া ও ভবানীপুর পঞ্চায়েতের সভাকক্ষে এবং রাজনগর পঞ্চায়েতের মঙ্গলদ্বীপ সংঘের ঘরে অনুষ্ঠান গুলো পালন করা হয়। এদিন পঞ্চায়েত স্টাফ সহ জনপ্রতিনিধি আশাকর্মী,অঙ্গন ওয়াড়ী কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও শিশুরা এতে অংশ নেয়।হাত ধোয়ার উপকারিতা,হাত ধোয়ার নিয়ম ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে তথা  ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট এর রাজনগর শাখার প্রজেক্ট কো-অর্ডিনেটর আকাশ গাঙ্গুলী একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান আজকের ঘটনা সম্পর্কে। উপস্থিত ছিলেন সংস্থার প্রজেক্ট সুপার ভাইজার সুমন দে সরকার, হাইজিন এডুকেটর ইন্দ্রানী দত্ত প্রমুখ ব্যাক্তিবর্গ । আলোচনা পর্বে উপস্থিত সংঘ নেত্রী তহমিনা খাতুন, কল্পনা ভান্ডারী,আশা বেগম সহ আশাকর্মী থেকে অঙ্গন ওয়াড়ী কর্মী সকলেই স্বীকার করেন, বর্তমান অতিমারি করোনা আবহে এরকম অনুষ্ঠানে যোগদান করতে পেরে ভালো লাগছে।অনেক কিছু শিখলাম, যাহা আমাদের পরিবার সহ সমাজের বিভিন্ন স্তরে হাত ধোয়ার গুরুত্বপূর্ণ দিক তুলে সচেতনতা বৃদ্ধি ঘটাব আশা করছি।