শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাজ না করে অর্থ আত্মসাৎ ,ঘুংগুর জিপি সভাপতির বিরুদ্ধে মামলা

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

 গ্রামােন্নয়নের কাজে পুকুরচুরি চলছে কাছাড়ের গ্রামেগঞ্জে । প্রতিদিনই বিভিন্ন মহল থেকে নির্দিষ্ট অভিযােগ উত্থাপিত হচ্ছে । এবার মনরেগা প্রকল্পের কাজ না করে অর্থ তুলে নেওয়ার ঘটনায় ফের মামলা রুজু হল ঘুংগুর জিপি সভাপতি বিদ্যুৎ দে - র বিরুদ্ধে । থানায় ভারতীয় দণ্ডবিধির ১২০ ( বি ) -৪০৬-৪২০ ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে । তদন্তে নেমে পুলিশ তাকে খুঁজে পায়নি বলে জানা গেছে । এর আগেও বিদ্যুৎ দে - র বিরুদ্ধে একই অভিযােগে মামলা দায়ের হয় । মেহেরপুর পাঁচঘরি লেনের বাসিন্দা সাহাব উদ্দিন বড়ভূইয়া শিলচর সদর থানায় মামলা দায়ের করে বলেছেন , ২০১৫-১৬ সালে মনরেগা । প্রকল্পে কিরামত আলি লেনে সিসি ব্লক বসানারে জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হয় । ওই প্রকল্পের সাইন বাের্ডে বসিয়ে কোনও কাজ না করে অর্থ তুলে নেওয়া । হয় । বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে জিপি সভাপতি অর্থ আত্মসাৎ করায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছেন । এর আগে জিপির আরও চার - পাঁচটি প্রকল্পে কাজ শেষ হয়েছে অথবা হয়ে গেছে । দেখিয়ে প্রায় ৯০ লক্ষ টাকা তুলে নেন । জিপি সভাপতি ।