শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পথশ্রী প্রকল্পে ফতেপুর থেকে করিশুন্ডা পর্যন্ত রাস্তার শিলান্যাস

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার

আব্দুল হাই. বাঁকুড়াঃ - রাজ্যের মুখ্যমন্ত্রী পথশ্রী অভিযান প্রকল্পের মধ্য দিয়ে গোটা রাজ্যে 12000 কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নিয়েছেন । সেই মত বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের ফতেপুর থেকে করিশুন্ডা পর্যন্ত  তিন কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । ১৪ ই অক্টোবর বুধবার এই রাস্তার শিলান্যাস হল। উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী নেপাল চন্দ্র দে, কাশীনাথ ঘোষ, মোশাররফ আলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ ।দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই রাস্তাটি তৈরি হোক । দীর্ঘ 34 বছর বামফ্রন্ট আমলে বারবার আবেদন করা হলেও রাস্তা সংস্কারের কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে খুশি স্থানীয় বাসিন্দারা । 

আলি মহম্মদ, কাশিনাথ ঘোষ নামের গ্রামবাসীরা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তারা বলেন , বামফ্রন্ট আমলে অনেকবার আবেদন করেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । অবশেষে রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এর ফলে উপকৃত হবে গ্রামের সাধারণ মানুষ ।

নেপাল চন্দ্র দে বলেন , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে প্রতিনিধি পাঠিয়ে এবং নিজে মাঠে ময়দানে নেমে এলাকার কোথায় সমস্যা রয়েছে তা জানার চেষ্টা করেছেন এবং তার ফলে আজকের এই পথশ্রী প্রকল্প ।তিনি আরো বলেন এই রাস্তাটি তৈরি হলে হাজার হাজার মানুষ যাতায়াত করতে পারবে।