শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জটেশ্বর এডুকেশন সেন্টারের তরফে বস্ত্র বিতরণী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবছরই মানুষের ভিড় জমান কাপড়ের দোকানে যাতে নতুন কাপড় পড়ে পুজোর কয়েকটা দিন ঘুরতে পারে পরিবার-পরিজনদের কে নিয়ে।
কিন্তু এখনো বহু মানুষ রয়েছেন যারা শুধু পূজো নয় সারা বছরেই প্রায় খাদ্য ও বস্ত্রের অভাবে থাকেন। এরকমই কিছু মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের 'জটেশ্বর এডুকেশন সেন্টার' নামের একটি সংস্থা । তারা মূলত কম্পিউটার প্রশিক্ষণ,সেলাই ইত্যাদি প্রশিক্ষণ দিয়ে থাকেন । মঙ্গলবার সকালে জটেশ্বর এডুকেশন সেন্টারের তরফে আয়োজন করা হয় এক বস্ত্র বিতরণী অনুষ্ঠানের ।
 ফালাকাটার প্রমোদনগর লক্ষীপুর চা বাগনের প্রায় ৭০ জন বাচ্চাদের পুজোয় নতুন জামা কাপড় দেওয়া হয়। সেই সঙ্গে এদিন কয়েকজন মহিলাদের নতুন শাড়িও দেওয়া হয়। এছাড়াও এদিন প্রত্যেক কে মাক্স ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উক্ত সেন্টারের কর্ণধার শাজাহান তালুকদার ও তাঁর সেন্টারের ছাত্র ছাত্রীরা। জানা গেছে, 'সংশ্লিষ্ট সেলাই সেন্টারের ছাত্রীরাই নিজেদের হাতে শিশুদের জন্য বস্ত্র গুলি তৈরি করেছেন।' 
এই বস্ত্র গুলি পেয়ে খুশি শিশু ও শিশুর পরিবারের সদস্যরাও।