শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইনি সচেতনতা শিবির

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:০৪ এএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

শ্রীকৃষ্ণ মাইতি, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর:- এবার মহিলাদের সুরক্ষার লক্ষ্যে আইনি নিয়ে সচেতনতা সহ বিভিন্ন বিষয় ওয়াকিবহাল করার লক্ষ্যে এবার এগিয়ে এল ব্লক প্রশাসনের সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিডিও অফিসের সভাকক্ষে জাতীয় মহিলা আয়োগের সহযোগীতায় অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা কর্মসূচী।ব্যবস্থাপনায় ছিলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর। এদিন তমলুক জেলা আদালতের বিচারকের উপস্থিতিতে এই আইনি পরিষেবা কর্মসূচী অনুষ্ঠিত হয়।ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারী সুমন কুমার ঘোষ, সোমা জানা, শর্মিলা ঘোষ, বিডিও মদন মন্ডল, কোলাঘাট বীট হাউস থানার আই সি সমর মিশ্র, নারী শিশু কর্মাধ্যক্ষ সুরাইয়া খাতুন সহ বিশিষ্ট জনেরা। সকলের জন্য ন্যায় এবং মহিলাদের আইনি পরিষেবা নিয়ে আলোচনা করা হয়। এই দিন বক্তব্য রাখতে গিয়ে ডিসটিক সার্ভিসের অথরিটি সেক্রেটারি সুমন কুমার ঘোষ জানান বিভিন্ন ভাবে মহিলারা অত্যাচারিত এবং নিগৃহীত হন মহিলাদের সুরক্ষা এবং আইনি সচেতনতা র জন্য এই কর্মসূচির আয়োজন, এতে এক দিকে যেমন এলাকার মহিলা নানান সহযোগিতা সহ আইনি প্রক্রিয়ার বিষয়ে সচেতন হবে, অন্য দিকে কোলাঘাট বিডিও মদন মন্ডল জানান এটা প্রশাসনের ভালো এতে উপকৃত হবে বহু অত্যাচারিত ও নিরীহ মহিলারা এবং আইনি প্রক্রিয়ার সম্বন্ধে ওয়াকিবহাল হবে মহিলারা।