বুলবুলচন্ডী গ্রামীণ হসপিটালে সাক্ষী থাকলো ডাক্তার থেকে হসপিটালের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার
দেবাশীষ পাল, মালদাঃ-মালদহের হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী গ্রামীণ হসপিটালে সাক্ষী থাকলো ডাক্তার থেকে হসপিটালের সকল কর্মীরা ফুটফুটে এক সন্তানের জন্মের এক ঘন্টার পরে পরীক্ষা দিলেন মা সনোকা সরকার। এক অদ্ভুত ঘটনা কথায় আছে মনে বল আর শক্তি থাকলে কেউ হারমানাতে পারে না এমনি ঘটনার সাক্ষী বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে চিকিৎসকরা।বি,এ তৃতীয় বর্ষের ছাত্রী সনোকা সরকার(২১) স্বামী বিষ্ণু সরকার বাড়ি হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর এলাকায় বাসিন্দা।গতকাল রবিবার রাতে সনোকা সরকার প্রসব যন্ত্রনায় ভর্তি হয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে এদিন সোমবার ছিল তার বি এ, তৃতীয় বর্ষের পরীক্ষা।গতকাল প্রসব যন্ত্রনায় হসপিটালের ভর্তির পরে আজ সকালে আট্টা নাগাদ প্রসব করে সন্তানের তার এক ঘন্টার পরে ছিলো তার তৃতীয় বর্ষের পরীক্ষা সন্তান কেন কোলে নিয়ে হার না মেনে হসপিটালের বেডে বসেই পরীক্ষা দিলেন সনোকা সরকার। তার এই পরীক্ষা দেওয়া দেখে বুলবুলচন্ডী হসপিটালের ডাক্তার থেকে নার্স সহ হসপিটালের থাকা কর্মী সকলে ওবাক সন্তান প্রসবের এক ঘন্টার পরে পরীক্ষা দিলেন মা।