শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তফসিল না পেছানোর দাবি এরশাদের

জাগরণ রিপোর্ট  

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

সংবিধান অনুযায়ী নির্বাচন চান সম্মিলিত জাতীয় জোটের নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। 

আজ বুধবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে তিনি এ অভিমত প্রকাশ করেন।  বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব উপস্থিত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইসি’র সঙ্গে  সম্মিলিত জাতীয় জোটের  ৮ দফা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।  বৈঠকে আমরা সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োগের কথা বলেছি। আমরা চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। এ জন্য  আমরা ৮ নভেম্বরে তফসিল ঘোষণা করা হোক । প্রয়োজনে নির্বাচন অনুষ্ঠানের তারিখ পেছানো যেতে পারে। কিন্তু তফশিল ঘোষণা তারিখ যেন পেছানো না হয়। 

ইভিএম বিষয়ে  পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, এ নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে আস্থার অভাব আছে। তাই বাস্তবতা  আমলে নিয়ে  কমিশনের উচিত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন সেহেতু তাদের উচিত স্বাধীনভাবে কাজ করা। মনোনয়নপত্র দাখিল আরো সহজ করা এবং  নির্বাচনে কালোটাকা এবং পেশী শক্তির ব্যবহার রোধে উদ্যোগী ভূমিকা পালন করা।  
 
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন  মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের ২০ সদস্যেরে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করন। আজ বুধবার বেলা ১১টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়।  প্রায় এক দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

অন্যদিকে বিকেল ৪টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে ইসি’র বৈঠকের কথা রয়েছে। 

হাশা/বিএস